সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রেলস্টেশন সংস্কার ও ব্রিজ নির্মাণে মন্ত্রণালয়ে এমপি মাদানীর দুই সুপারিশ   

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

রেলস্টেশন সংস্কার ও ব্রিজ নির্মাণে মন্ত্রণালয়ে এমপি মাদানীর দুই সুপারিশ   

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী আহম্মদ বাড়ি রেলস্টেশনে যাত্রীদের দুর্ভোগও একটি নদীর উপর বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসীর যাতায়াত বিষয়টি এমপি ও ধর্ম বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর দৃষ্টিতে পড়েছে।

স্থানীয়দের কষ্ট দ্রুত লাঘবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি কামনা করে আলাদা দুটি সুপারিশ (ডিও লেটার) পাঠিয়েছেন এমপি রুহুল আমিন মাদানী। 

জানা গেছে, ব্রিটিশ আমলে নির্মাণাধীন উপজেলার কানিহারী ইউনিয়নে অবস্থিত আহম্মদ বাড়ি রেল স্টেশন দিয়ে ত্রিশাল, ঈশ্বরগঞ্জ উপজেলার হাজার হাজার যাত্রী যাতায়াত করে থাকে। বর্তমানে রেল স্টেশনটি বেহাল অবস্থায় পরিণত হয়ে পড়েছে। 

রেলস্টেশনে ডাবল লাইন উন্নতিকরণ ও যাবতীয় অবকাঠামো আধুনিককরণ করে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেন ও অন্য রেলগাড়ি ওই স্টেশনে বিরতি করে যাত্রী উঠা নামা করার জন্য সুপারিশে উল্লেখ করা হয়েছে।

অপরদিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের কুড়াগাছা গ্রামে খিরু নদীতে বাঁশের তৈরি সাঁকো দিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরা প্রতিনিয়ত যাতায়াত করে। নির্বিঘ্নে তাদের চলাচলের জন্য একটি ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়েছে। 

স্থানীয়রা জানান উপজেলার কুড়াগাছা এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খিরু নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ হাজার হাজার পথচারী  জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকে। যোগাযোগ ব্যবস্থা আধুনিক করনের জন্য  ভুক্তভোগী এলাকাবাসী উক্ত স্থানে একটি ব্রিজ নির্মাণের জোর দাবি করেন।

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এমপি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ব্রিজ নির্মাণের জন্য একটি ডিও লেটার প্রেরণ করেছেন।

টিএইচ